শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘এই বাচ্চাদের কি আদর করে বোঝানো যেত না?’

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছাত্রদের আন্দোলনে পুলিশের হামলায় নিন্দা জানিয়েছেন অনেকেই। এনিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভ্র ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি বলছেন, এই বাচ্চাদের কি আদর করে বোঝানো যেত না? দুইদিন হয়ে গেল এরা রাস্তায়, একজনও দায়িত্বশীল কেউ গিয়ে এদের সাথে কথা বলতে পারল না? যারা গ্রেপ্তার হল তাদের ব্যাপারে কেন বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না? একটিও ছবি কেন আমরা দেখলাম না? এত রাখঢাক কেন? এত প্রযুক্তি হাতে থাকার পরও চালককে কেন গ্রেপ্তার করা গেল না? এত এত সিনিয়র মন্ত্রী থাকার পরও কেন এই সমস্যা সমাধানে তাদের দৃশ্যমান কোন তৎপরতা নেই?

এসব কিছু না করে আপনারা পুলিশ দিয়ে এই বাচ্চাদের ঠান্ডা করতে চাইলেন। সবকিছু পুলিশ দিয়ে ঠিক করা যায় না। এই বাচ্চাদের মনের মধ্যে আপনাদের কি চেহারা তৈরি হচ্ছে বুঝতে পারছেন? কিছুদিন পরে আমরা কেউ থাকব না, কিন্তু এরা থাকবে। এরাই আগামীর বাংলাদেশ। দয়া করে একটু ভেবে দেখেন আগামী দিনের নাগরিকদের কিভাবে গড়ে তুলছেন। অবশ্য তাতে আপনাদের কিছু যায় আসে কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।

 

আর পড়তে পারেন