বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এইবার আসছে রোবট ঘটক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :
মানুষ মানেই হৃদয় ভরা আবেগ এক প্রাণি। যে কি-না তার সেইসব আবেগ শব্দের মাধ্যমে সাজিয়ে প্রকাশ করার ক্ষমতা রাখে।

তবুও মাঝেমধ্যে প্রিয় মানুষের চোখের দিকে তাকালে হৃদয়ের সে ভাষা আর বেরোয় না অনেকের। পছন্দের মানুষটির চোখের দিকেই তাকাতে পারেন না অনেকে।

অনেকেই মনে কথা ভাষায় প্রকাশে তেমন একটা পটু হয় না। দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। কাছে আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে তখন।

সেসব মানুষের জন্য এবার এলো সুখবর। তাদের মনে কথা জানিয়ে দেবে রোবট।

এমন সব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জাপানের ম্যারেজ মিডিয়া প্রতিষ্ঠান- সাইবার এজেন্ট।

হৃদয়ের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে না বলতে পারা মানুষের জন্য প্রতিষ্ঠানটি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট।

শার্প নামের এক জাপানী প্রযুক্তি প্রতিষ্ঠান এসব রোবট তৈরিতে সাইবার এজেন্টকে সহযোগিতা করেছে।

সম্প্রতি টোকিওভিত্তিক রোবোটিকসের একটি সংগঠন একটি ইভেন্টের আয়োজন করে।

এই আয়োজনের ভিডিওতে দেখা যায়, কয়েক জোড়া তরুণ-তরুণী একটি টেবিলের সামনে মুখোমুখি বসে আছেন।

প্রত্যেকের সামনে তার প্রতিনিধি হিসেবে একটি করে ছোট আকারের রোবট রাখা আছে।

ওই রোবটগুলোতে ওইসব তরুণ-তরণীর প্রত্যেকের ভালো লাগা, খারাপ লাগা, অভ্যাস ও ইচ্ছা-অনিচ্ছা সংক্রান্ত ৪৫টি প্রশ্নের উত্তর আগেই ধারণ করা আছে।

রোবটগুলোর ভেতরে এমনভাবে প্রোগ্রামিং করা যে, পাশাপাশি বসে থাকা নীরব দুই তরুণ-তরুণীর একে অপরকে যেসব প্রশ্ন করবে তার সেগুলো আওড়াচ্ছে এবং কারও মনেই যেন আঘাত না লাগে সেভাবে জবাব দিচ্ছে।

এজন্য রোবটগুলোতে দেয়া হয়েছে অসংখ্য শব্দের সমাহার।

আর এভাবেই কোনো কথা না বলেই একে অপরের সব কথা জেনে নিচ্ছে ওই তরুণ-তরুণী।

আর পড়তে পারেন