শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে – আলী আশরাফ এম.পি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৬, ২০১৮
news-image

শরিফুল ইসলামঃ
সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এ সরকারের আমলে চান্দিনায় অনেক উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন হবে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার (১৬ মার্চ) বিকেলে চান্দিনার কেরনখাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এ কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক মজুমদার, আহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, মো. নূরুল ইসলাম তুহিন, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ছফিউল্লাহ্, ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসেম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, শুহিলপুর ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লা, সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিল্লাল হোসেন, জোয়াগ ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান তালুকদার, গল্লাই ইউপি চেয়ারম্যান মো. জসিম চেয়ারম্যান, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন মাস্টার, বরকরই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন প্রমুখ।

আর পড়তে পারেন