শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমরান খানের দলীয় অফিসে বোমা বিস্ফোরণে আহত ১০

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের দলীয় অফিসে বোমা বিস্ফোরণে অন্তত ১০জন আহত হয়েছে। বিস্ফোরণটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজমাক শহরে ঘটেছে যেখানে ইমরান খান তার দলের নতুন একটি অফিস উদ্বোধন করতে গিয়েছিলেন। দেশটিতে আগামী ২৫তারিখের জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চলছে।

ইমরান খান জানান, একটি নির্বাচনী অফিস উদ্বোধন করার সময় বিকট আওয়াজে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। উপজাতি প্রধান এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর উদ্দেশ্যে সেখানে কার্যক্রম শুরু করার কথা ছিল। বিস্ফোরণের ধরণ বলতে না পারলেও উত্তর ওয়াজিরিস্তান থেকে পিটিআই এর প্রার্থী মালিক আওরঙ্গজেব অন্তত ১০জন আহত হওয়ার খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আসছে ২৫তারিখে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআই।

আর পড়তে পারেন