শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ চাঁদপুরের ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদুল আযহা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন :

আজ রোববার (১১ আগস্ট)  চাঁদপুরের ৪০টি গ্রামে পালন করা হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সৌদি আরবে পবিত্র হজ্ব পালন শেষ। আজ সেখানে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে।

এসব গ্রামে সকাল আটটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে তাঁরা গরু-ছাগল কোরবানি করেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর বাড়ির সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক বলেন, আজ রোববার সৌদি আরবে ঈদ তাই সাদ্রাসহ চাঁদপুরের ৪০ গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহা অনুষ্ঠিত হচ্ছে। সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী কয়েকশ মুসল্লীর ইমামতি করেন।

এ সময় হাজীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী মুসল্লীদের সাথে দেশে ডেঙ্গু বিষয়ে আলোকপাত করেন। পরে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া করেন সাদ্রা দরবার শরীফ এর পীর মাও. আরিফ চৌধুরী।

এছাড়া একই দিন উপজেলার সমেশপুর গ্রামসহ ফরিদগঞ্জ উপজেলার মুন্সীরহাট জামে মসজিদ, টোরা মুন্সীরহাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত সকাল সাড়ে ৯টায় ও ১০ টায় শুরু হয়। ঈদকে ঘিরে বিভিন্ন এলাকায় মেলাও বসেছে। এসব মেলা শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

মুসল্লীরা জানান, সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালনের নিয়ম চালু করেন।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে ১৯২৮ সাল থেকে একদিন আগে এই প্রথা চালু করলেও এখন ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ দেশের নিয়মের বাইরে অর্থাৎ একদিন আগে ঈদ উদযাপন করেন। সাদ্রা ছাড়াও জেলার ৪০টি গ্রামের একাংশে ওই পীরের অনুসারীরা একদিন আগে ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেন।

আর পড়তে পারেন