মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের ছড়া-“কাঁশ ফুলের হাসি”

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৮
news-image
কাব্য কবির•

শরৎ এলেই কাঁশফুলে

হাসে নদীর কূলে,
শীতল বাতাস পেয়ে ফুলে
হ্নদয়টা দ্যায় খুলে।
রাতে,চাঁদের জোছনা নামে
কাঁশফুলের ঘ্রাণে,
কাঁশফুল, দ্যায় যে দোলা
অবুঝ এই প্রাণে।
কাঁশ ফুলের হাসি যেন
রাজকন্যার মতো
চাঁদের জোছনা পড়লে হাসে
মুখটি অবিরত।
কাঁশফুলের হাসি দেখলে
হ্নদয়ে দ্যায় দোলা,
শত কষ্টের মাঝেও কি
যায় কি তাকে ভোলা??

আর পড়তে পারেন