শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের কবিতা- একটা ঘুণপোকা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৮
news-image

মজনু মিয়া


আমার অস্তিত্বের মাথায় একটা ঘুণ পোকা
কুড়ে কুড়ে খাচ্ছে নিয়ত
কেউ দেখে বুঝতে পারবে না;
কারণ,উপর দেখে ভিতরের ক্ষত বুঝা যায় না।
কিছু দিন পরপর একটু একটু করে টোকা দেয়,
তখন মাথায় টনক নড়ে;
ঘুরিঘুরি করে বের করে দিচ্ছে অসাড় যত।
জীবন শেষের দিকে টলে পড়ছে
কচি পাতায় পোকা ধরলে হলুদ হয়,
তাপর আস্তে আস্তে মরে ঝরে পড়ে।
আমার এখন আর সাড় বলতে কিছু নেই,
সবটুকু খেয়ে নিয়েছে,
নিঃশ্ব আমি জীবন অবেলায়।

আর পড়তে পারেন