শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ২ নভেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১১, ২০১৯
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় আওয়ামীলীগের বর্ধিত সভা শুক্রবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আলহাজ¦ রাজী মোহাম্মদ ফখরুল, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্ঠামন্ডলী’র সদস্য এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা জেলা আওয়ামীলীগ নেতা রোশন আলী মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আবদুল মতিন মুন্সী, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম কামাল, দেবিদ্বার লুৎফুর রহমান বাবুল, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, গুনাইঘর দক্ষিন ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম চেয়ারম্যান , গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোছলেহ উদ্দিন মাষ্টার, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার, দেবিদ্বার উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক হাজী মোঃ সহিদুল্লাহ খাজা, যুগ্ন আহবায়ক আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রিয় সাবেক ছাত্রলীগ সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা যুবলীগ সদস্য মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. আবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, যুগ্ন আহবায়ক মোঃ হোসাইন আহমেদ, সয়ন দাসসহ সকল ইউপি আওয়ামীলীগের সভাপতি /সাধারণ সম্পাদক প্রমূখ।

এদিকে বর্ধিত সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশ মোতাবেক কমিটি গঠন করতে হবে এবং সংগঠন’র কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সবাইকে এগিয়ে এক হয়ে কাজ করতে হবে।
ওই বর্ধিত সভায় আগামী ২রা নভেম্বর দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ এর সম্মেলন করার কথা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়।

আর পড়তে পারেন