শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আইপিএলে এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন সাকিব

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৪, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্ক :

চলতি আইপিএলে এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন সাকিব আল হাসান। হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফেরায় দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন সাকিব।

চলতি আইপিএলে হায়দরাবাদের তৃতীয় ম্যাচে বিশ্রাম নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরও দলে সুযোগ হয়নি সাকিবের। উইলিয়ামসনের পরিবর্তে খেলেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান।

বৃহস্পতিবার আইপিএলে চতুর্থ ম্যাচ দিল্লি ক্যাপিটালের বিপক্ষে খেলছে হায়দরাবাদ। এদিনও একাদশে জায়গা হয়নি সাকিবের। তার পরিবর্তে খেলছেন সেই ইউসুফ পাঠান।

বাংলাদেশ সেরা অলরাউন্ডারকে ছাড়াই চলতি আইপিএলে এনিয়ে তৃতীয় ম্যাচ খেলছে হায়দরাবাদের দলটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের ১৬তম ম্যাচে দিল্লি ক্যাপিটালের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অনিয়মিত অধিনায়ক ভুবেনেশ্বর কুমার।দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

আগের তিন খেলায় দুটিতে জয় পায় হায়দরাবাদ। অন্যদিকে দিল্লি ক্যাপিটল আগের চার ম্যাচে দুটিতে জয় পায়। উভয় দলই নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে খেলছে।

দিল্লি ক্যাপিটাল: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট, কলিন মুনরো, ক্রিস মরিস, রাহুল তিওয়াথি, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।

হায়দরাবাদ: জনি বেয়ারস্ট্রো, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনশ পান্ডিয়া, দীপক হোডা, মোহাম্মদ নবি, রশিদ খান, ভুবেনেশ্বর কুমার, মন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কুল।

আর পড়তে পারেন