শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইপিএলের ফাইনাল সরে গেল চেন্নাই থেকে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

আইপিএলের চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চেন্নাইর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। কিন্তু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে মিউনিসিপালটির দ্বন্দ্বের জেরে ভেন্যু পরিবর্তন করল আইপিএল কর্তৃপক্ষ।

টুর্নামেন্টের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ১২ মের ফাইনাল অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। অবশ্য প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চেন্নাইতেই অনুষ্ঠিত হবে। আর এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে বিশাখাপত্তমে।

আইপিএলের নিয়ম অনুসারে প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হয় আগের আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হোম গ্রাউন্ডে। সে অনুযায়ী চ্যাম্পিয়ন দল চেন্নাইর হোমগ্রাউন্ড এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারকার প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ।

মূলত তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে স্টেডিয়ামের তিনটি স্ট্যান্ডস (ও,ঔ,ক) খোলার অনুমতি দেয়নি মিউনিসিপালটি কর্তৃপক্ষ। এই তিন স্ট্যান্ডস মিলিয়ে ১২ হাজারের মতো সিট আছে। যার কারণে চেন্নাই থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

আর পড়তে পারেন