বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অনাকাঙ্ক্ষিত পরিণতি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০১৯
news-image

ইসহাক মাহমুদঃ

না হলে না হউক তোমার আমার কথোপকথন
মনে রেখে সুখ করিও সদা ভালোবাসার যতন,
চলে গেলে যাক প্রিয়জন দিও নাহ ব্যথা তারে
মিথ্যে অসুখ পুষে নাই সুখ; সুখী হতে কে পারে?

হৃদয়ের ব্যবচ্ছেদ অনায়াসে হলে ভুলে যেও সব-ই
কাঙ্ক্ষিত তরী না ফেরে যদি তুমিও তবে হইয়ো রবি,
বিপন্ন জীবন আলোকিত করে ছড়িয়ে দিও আলো
একের কাছে প্রতারিত হলেও সবার নজরে রবে ভালো।

কাছে থাকা যদি হয়ে যায় ক্ষতি দূরেই থেকো তবে
কেউ না থাকুক তোমায় ঘিরে; মিশে যেও তবু অনুভবে,
কাদামাখা জল ঘোলাটে হউক রাখিও তাহা কাছে
নিভাতে অনল তাহার প্রয়োজন মনে রেখ দিব্যি আছে।

উড়ে যাওয়া পাখি যাক উড়ে ডাকিও না তারে সুরে
সে-ও দামী বিশ্ব মাঝে; জাগায় মোদের খুব ভোরে,
তিলেতিলে পুড়ে নিভুক প্রদীপ শেষ হইলে তেল
বুঝেও নিও ভবে তার আয়ুষ্কালের এটাই শেষ খেল।

আর পড়তে পারেন