বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অণুগল্প : মলি ও তিলকের ঝগড়া – কবির কাঞ্চন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৮
news-image

 

ছুটির ঘন্টা বাজতে না বাজতেই বিশালাকৃতির ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হেলেদুলে ক্লাসরুম থেকে বের হয় তিলক। রোজ মায়ের সাথে স্কুলে আসে সে। তিলকের মা তাকে স্কুল গেইটে আয়াদের হাতে তুলে দিয়ে বাইরের অভিভাবকদের জন্য নবনির্মিত ছাউনিতে বসে বসে পুরো সময় কাটিয়ে দেন। ছুটির ঘন্টা বাজতেই গেইটে এসে হাজির হন তিলকের মা। মাকে দেখতে পেয়ে তিলক খুশি হয়ে ম্যাডামের হাত থেকে কোনমতে হাতটা ছাড়িয়ে নিয়ে “মা, মা” বলে এক দৌড়ে মায়ের কাছে চলে আসে। তিলকের এমন আচরণে ম্যাডাম না রেগে কিছু সময়ের জন্য নিজের শৈশবে ফিরে যান। তার মনে হতে থাকে। এমনি করে একদিন বাবাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাডামের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাবার কাছে ছুটে যাওয়া। আজ বাবা নেই। ভাবতেই ম্যাডামের দু’চোখ জলে ভরে যায়। তিলকের মা ম্যাডামের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে আস্তে করে তিলকের কানে কানে বললেন, – বাবা, এ তুমি কী করলে? ছুটি হলে সবার সাথে সাথে লাইন হয়ে আসতে হয়। তা না হলে নিয়ম ভঙ্গ হয়। আর কখনও এমন করো না। দেখো, এত অভিভাবকের মাঝে তোমার এই আচরণে তোমার ম্যাডাম মনে কষ্ট পেয়েছেন। চল, ম্যাডামকে সরি বলতে হবে। – ‎জ্বি, মা আমার ভুল হয়ে গেছে। আর কখনও এমন করবো না। এরপর তিলককে সাথে নিয়ে ম্যাডামের সামনে এসে নম্রগলায় বললেন, – সরি, ম্যাডাম। ও ভুল করে আমার কাছে দৌড়ে ছুটে এসেছে। আপনাদের নিয়ম ভঙ্গ করেছে। আপনি ওকে মাফ করবেন। ও আমাকে বলেছে, আর কখনও এমন কাজ করবে না। ম্যাডাম মুখে মৃদু হাসি এনে বললেন, – না, এমন করে বলার দরকার নেই। ও তো ছোট মানুষ। ওর ওপর আমি একদম রাগ করিনি। বরং ওর দৌড়ে আপনার কাছে ছুটে যাবার দৃশ্য দেখে আমার হারানো শৈশবের কথা মনে পড়ে গেলো। ওদের বয়সে আমরাও তো এমন উচ্ছ্বল আনন্দে বেড়ে উঠেছি। ওরা তো অনেক সীমাবদ্ধতার মধ্যে বড় হচ্ছে। আর মা-বাবাকে দেখলে নিষ্পাপ মনের মানুষকে আটকাতে পারে এমন শক্তি জগতে কই? – ‎জ্বী, ম্যাডাম, আমার তিলক বাসায় সবসময় আপনার গল্প করবে। ম্যাডাম এভাবে পড়ান, এভাবে কথা বলেন, “এভাবে রাগ করেন, এভাবে হাসেন, প্রতিদিন নতুনভাবে স্কুলে আসেন।” ওর কথা শোনে মনে হয় প্রতিদিন নতুন করে ওরা আপনাকে আবিস্কার করে। আমি বা ওর বাবা আমাদের মতো করে বুঝাতে চাইলে, ও মুখের ওপর বলে দেবে, “না, তোমরা পারো না। আমার ম্যাডামের পড়ানোটাই ঠিক আছে। তোমাদের পড়া আমার মাথায় ঢোকে না।” ম্যাডাম হাসিমাখা মুখে বললেন, – ওদের বয়সে আমরাও তো এমন ছিলাম। আসলে এ বয়সে ওরা যাদের কাছে একটু ভালোবাসা পায়, তাদেরকে সবচেয়ে আপন ভাবে। ওদের আদর্শ জীবনে ধারণ করতে চায়। এটা ওদের সহজাত প্রবৃত্তি। আর হ্যাঁ, ওর প্রতি আরো মনোযোগী হলে ওর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যাবে। আমার ক্লাসে সব বাচ্চার মধ্যে ও একটু ব্যতিক্রম। ও সবচেয়ে বেশি দুষ্টুমী করে। আবার কোন কিছু লিখতে বলতে সবার আগে আগে লিখে দেখায়। মুখে পড়া ধরলেও হাসতে হাসতে বলে দেয়। এটা ওর ভালো গুণ। ম্যাডামের কাছ থেকে ওর এমন প্রশংসা শুনে তিলকের মা খুব খুশি হন। তিলকের মা ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে তিলককে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রিক্সায় বসে তিলক তার মাকে বল ওঠে, মা, মলি একটা পচা মেয়ে। ও সবসময় আমার সাথে ঝগড়া করে। – আজ আবার কী হলো? আমি সামনের বেঞ্চে বসতে চেয়েছি। ও আমার জায়গায় বসতে চেয়েছে। আমি বসতে দিইনি। এ নিয়ে ও আমাকে পচা রাবিস বলেছে। আমার রাগ উঠলে আমি ওকে ধাক্কা দিয়েছি। ও বলেছে ওর মাকে বলে আমাকে মার খাওয়াবে। আমার খুব ভয় করছে। আগামীকাল আমি স্কুলে যাব না। বোকা কোথাকার। ও এমনিতেই বলেছে। সারাদিন তো ওর সাথেই খেলো। আবার ঝগড়াও করো। না মা, আমি আর ওর সাথে মিশবো না। ও কথা বলো না। একসাথে থাকলে একটু তো ঝগড়া হতেই পারে। দেখো পরে সব ঠিক হয়ে যাবে। মা, ওর মা যদি আমাকে মারে? ওর মা তোমাকে মারবে না; আদর করবে। তিলক মায়ের চোখে শংকামনে তাকায়। তিলকের মা মুখে মৃদু হেসে বললেন, আর কোন টেনশন নয়। কাল মলির মায়ের সাথে আমি কথা বলবো। পরদিন তিলককে ক্লাসে বসিয়ে দিয়ে জরুরি প্র‍য়োজনে বাসায় ফিরেন তিলকের মা। একটুপর মলির সাথে মলির মাও স্কুলে আসে। তিলককে সামনের বেঞ্চে বসে থাকতে দেখে মলির মা রাগী চোখে তেড়ে এসে বললেন, – এই দুষ্ট ছেলে, গতকাল আমার মেয়েকে ধাক্কা দিলে কেন? – আন্টি, আগে ও আমাকে শুধুশুধু বকা দিয়েছিল। মলির মা মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, – দেখলি! তোর সমবয়সী হয়ে ও কতো গুছিয়ে জবাব দিলো। তোকে শুধু খাইয়ে খাইয়ে বড় করছি। মলি আবার বলল, – মা, ও মিথ্যা বলছে। গতকাল ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এবার মলির মা উত্তেজিত হয়ে তিলককে শাসাতে লাগলেন। তিলক আবার নিজেকে নির্দোষ বলতেই তিলকের গালে কষে একটা চড় বসিয়ে দেয় মলির মা। ব্যথা পেয়ে তিলক জোরে কাঁদতে লাগলো। এরিমধ্যে শ্রেণিকক্ষে চলে আসে তিলকের মা। ছেলেকে কাঁদতে দেখে তিনি মলির মায়ের সাথে তুমুল ঝগড়া শুরু করেন। দুজনে খুব সিরিয়াস হয়ে ঝগড়া করছে। তাদের চিৎকার শুনে শ্রেণিশিক্ষক, জায়াদ দৌড়ে আসেন। জায়াদ স্যারকে দেখে দুজনে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। এরপর জায়াদ স্যার দুজনের বক্তব্য শুনে বললেন, – দেখুন, বাচ্চারা একসাথে পড়াশুনা করে। একসাথে খেলে। ওদের মধ্যে ঝগড়া বিবাদ হওয়াটা স্বাভাবিক। কিছুক্ষণ পর আবার মিশে যাওয়া ওদের সহজাত প্রবৃত্তি। আপনারা অভিভাবকরা এমন হালকা বিষয় নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করলেন। যা অপ্রত্যাশিত। এরিমধ্যে মলি তিলকের সাথে হাসতে হাসতে গল্প মেতেছে। ওদের দেখে কেউ বলতে পারবে না, একটু আগের ওরা ঝগড়া করেছিল। জায়াদ স্যার মলি ও তিলকের মাকে হাতের ইশারায় বাচ্চাদের দেখিয়ে বললেন, – এখন দেখুন, যাদের নিয়ে আপনারা ঝগড়া করলেন তারাই একে অন্যের কতো আপন হয়ে গেছে। ওদের থেকে আমাদের অনেককিছু শেখার আছে। মলির মা ও তিলকের মা লজ্জায় মাথা নিচু করে সায় দিয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে রইলেন।

আর পড়তে পারেন